ময়মনসিংহের গফরগাঁওয়ে অস্বচ্ছল ও বিধবা মহিলার বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতের আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
শনিবার বিকেলে উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের এক অস্বচ্ছল ও বিধবা মহিলার বসতবাড়ি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মহিলার সাথে কথা বলেন এবং তার জরাজীর্ণ বসতঘরের সম্পূর্ণ টিনের চাল মেরামতের জন্য উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে টিন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুর রহমান হীরা, লংগাইর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহেল রানা, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি সুলতান আহমেদ জুনাইদসহ বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীবৃন্দ। টিন প্রদান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।