ময়মনসিংহের তারাকান্দায় চর্তুমূখী সংঘর্ষে নিহত ২

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৩:১৫ পিএম
ময়মনসিংহের তারাকান্দায় চর্তুমূখী সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ-শেরপুর সড়কের  তারাকান্দার বাগুন্দা নামকস্থানে বাস, সিএনজি ও পিকআপ ভ্যানের চর্তুমূখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। রোববার (২২ জুন) বেলা ১২টা দিকে  তারাকান্দার বাগুন্দা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর হতে ঢাকাগামী জি কে পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি, পিকআপ ও অটো রিকসার চর্তুমূখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  নিহতরা সিএনজির যাত্রী বলে জানা গেছে। তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শেরপর-ময়মনসিংহ অঞ্চলিক সড়কে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে। তবে সব চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে