যানজট নিরসনে

চৌমুহনীর ব্যবসায়ী ও সুশিল সমাজের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ২২ জুন, ২০২৫, ০৩:৩১ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৩:২৩ পিএম
চৌমুহনীর ব্যবসায়ী ও সুশিল সমাজের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

নোয়াখালীর বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরে যানজট নিরসন ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে  ব্যবসায়ী ও সুশিল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে প্রশাসন। 

শনিবার রাত ৯ টায় চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।  

ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেগমগঞ্জে দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন নাইমুজ্জামান, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, জামায়াত ইসলামি চৌমুহনী শহর শাখার সাবেক আমির ও ব্যবসায়ী নাসিমুলগণি চৌধুরী মহল, চৌমুহনী বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিএস নিযাম উদ্দিন রুবেল, ব্যবসায়ী আব্দুল্লাহ আল-বাকী,  সাংবাদিক নাসির উদ্দীন বাদল, মোতাসিম বিল্লাহ সবুজ, হোসনা ফার্মেসীর স্বত্বাধিকারী ব্যবসায়ী গিয়াস উদ্দিন   সহ অনেকে বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে