যেকোন মূল্যে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৪:২৩ পিএম
যেকোন মূল্যে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রূপরেখা যেকোন মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির নেতৃবৃন্দরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের দিকনিদের্শনায় ৩১ দফা বাস্তবায়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বরিশালের গৌরনদী পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে ২১ জুন সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী রকিব উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার  ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজনু খান, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, জেলা যুবদলের দপ্তর সম্পাদক গাজী সোহাগ, উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রুবেল গাজী। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল জব্বার খান, উত্তর জেলা যুবদলের সদস্য মাসুম হাওলাদার, গাজী দেলোয়ার হোসেন, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার মোল্লা, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ। সভায় গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।