পিরোজপুরে আইনজীবীদের আদালত বর্জণ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৫:০১ পিএম
পিরোজপুরে আইনজীবীদের আদালত বর্জণ

পিরোজপুর জেলা জজ আদালতের একজন বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আইনজীবীরা তার আদালত বর্জন করেছে। মোহাম্মদ আশিকুর রহমান নামের পিরোজপুর সদর সহকারী জজ আদালতের ওই বিচারককে পিরোজপুর থেকে অপসারন না করা পর্যন্ত তার আদালত বর্জন চলবে বলে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ সভার সিদ্ধান্তের বিষয় রোববার প্রকাশ করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বিচারক আশিকুর রহমান দেওয়ানী মামলা দাখিলে কোর্ট ফি নির্ধারনের ক্ষেত্রে আইন না মেনে সম্পত্তির মোট মূল্যের উপর মোকদ্দমার মূল্যমান (ভেল্যুয়েশন) নির্ধারণসহ স্ট্যাম্প আইন ও মামলার মূলতবী খরচা নির্ধারণ নিজের ইচ্ছে মত করতেন। এতে বিচার প্রার্থীরা অযথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন। এ বিষয়ে আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্যান্য আইনজীবীরা আদালত চলাকালীন ওই সব বিষয়ের নির্ধারিত আইন তার সামনে তুলে ধরে সঠিক আইনে মামলা গ্রহনের অনুরোধ জানালে তিনি তা প্রত্যাখান করে আইনজীবীদের সঙ্গে অসৌজন্য ও অসদাচরণ করেন। এতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক তার আদালত বর্জণ করেন। পরে এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভার সিদ্ধান্তে ওই বিচারককে অপসারণ না করা পর্যন্ত  তার আদালত বর্জণের ঘোষনা দেয়। বিচারক আশিকুর রহমান এর আগে জেলার মঠবাড়িয়া সহকারী জজ আদালতের বিচারক থাকালীন একইভাবে বিচার কাজ করলে আইনজীবীরা তাকে আইন মেনে বিচার কাজ পরিচালনার অনুরোধ জানালে তিনি তা মানেননি বলে আইনজীবী সমিতি জানিয়েছে।

এব্যাপারে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরদার ফারুক আহম্মেদ জানিয়েছেন, পিরোজপুর সদর সহকারী জজ মোহাম্মদ আশিকুর রহমান আইন না মেনে নিজের ইচ্ছানুযায়ী বিচার কাজ করতেন। সে বিষয়ে আইনজীবীরা কিছু বলতে গেলে তিনি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতেন। এতে আইনজীবীরা মর্মাহত ও ক্ষুব্ধ হলে আইনজঅীবী সমিতি ওই সিদ্ধান্ত নেয়। তিনি জানান, সমিতির সিদ্ধান্তের কপি প্রধান বিচারপতির একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবখানে পাঠানো হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে