পুতিনের সঙ্গে বৈঠকে যাচ্ছেন আরাঘচি, যুক্তরাষ্ট্রকে দিলেন কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৬:০১ পিএম
পুতিনের সঙ্গে বৈঠকে যাচ্ছেন আরাঘচি, যুক্তরাষ্ট্রকে দিলেন কড়া বার্তা

যুক্তরাষ্ট্রের বোমারু হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিষয়টি রোববার (২২ জুন) ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তিনি।

আরাঘচি বলেন, “রাশিয়া ইরানের পরম বন্ধু। আমাদের মধ্যে রয়েছে কৌশলগত অংশীদারত্ব।” তিনি আরও জানান, উভয় দেশ সবসময় পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করে, পরামর্শ গ্রহণ করে এবং নিজেদের অবস্থান সমন্বয় করে চলে। তিনি রাশিয়ার ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “রাশিয়া ছিল জেসিপিওএ-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ।”

আসন্ন বৈঠক প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার (২৩ জুন) পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে এবং একযোগে কাজ চালিয়ে যাবে দুই দেশ।

এ বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত বন্ধন আরও দৃঢ় হয়। তবে এতে কোনো সামরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা রাখা হয়নি—অর্থাৎ এক পক্ষ আক্রান্ত হলেও অপর পক্ষের জন্য সামরিক হস্তক্ষেপ বাধ্যতামূলক নয়।

রাশিয়া সফরের প্রাক্কালে আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দেন। মার্কিন বোমারু বিমানের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যুক্তরাষ্ট্রকে এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে।”

আরাঘচি আরও জানান, “ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।”

যুক্তরাষ্ট্রের হামলার পরই ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পাল্টা আক্রমণ কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক মেরুকরণও বাড়িয়ে তোলে।