বগুড়ায় এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৬:০৭ পিএম
বগুড়ায় এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

বগুড়ার মোকামতলায় ব্রাইট ইংলিশ টিচিং হোমের এইচএসসি ২০২৫ ব্যাচের বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২২ জুন) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা কলেজপাড়া ব্রাইট টিচিং হোমের পরিচালক ফেরদাউস আলমের সভাপতিত্বে বিভিন্ন কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন সম্পূর্ণ হয়।

দোয়া মাহফিলের সকল আয়োজন শেষে প্রত্যেক শিক্ষার্থীকে পরিচালকের ব্যতিক্রমী উদ্যোগে বৃক্ষরোপণের জন্য ফলজবৃক্ষের গাছের চারা উপহার দেন। অনুষ্ঠানের পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কুরাইশ ইসলাম।

ব্রাইট টিচিং হোমের পরিচালক ফেরদাউস আলম বলেন, 'এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করবে। পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

আপনার জেলার সংবাদ পড়তে