বিরলে ম্যাচিং গ্রান্টের আওতায় কৃষিপণ্য পরিবহণ যন্ত্র বিতরণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:১০ পিএম
বিরলে ম্যাচিং গ্রান্টের আওতায় কৃষিপণ্য পরিবহণ যন্ত্র বিতরণ

এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় কৃষি বিপনন অংশ হতে ম্যাচিং গ্রান্টের আওতায় (৫০% ভুর্তুকি মূল্যে) নির্বাচিত উদ্যোক্তার হাতে কৃষিপণ্য পরিবহণ যন্ত্র তুলে দেয়া হয়েছে। ২১ জুন ২০২৫ রোববার ৪ টি পাওয়ার টিলার উইথ ট্রলি এবং ২ টি ট্রাকটর উইথ ট্রলি কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসানন ইমাম। এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শাহজাহান আলীসহ কৃষিপণ্য পরিবহণ যন্ত্র বিপননকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশের মধ্যে বিরল উপজেলা দিনাজপুরে সর্বোচ্চ ১৫ (পনের) টি ম্যাচিং গ্রান্টের আওতায় কৃষিপণ্য পরিবহণ যন্ত্র অনুমোদন পেয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।

আপনার জেলার সংবাদ পড়তে