এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় কৃষি বিপনন অংশ হতে ম্যাচিং গ্রান্টের আওতায় (৫০% ভুর্তুকি মূল্যে) নির্বাচিত উদ্যোক্তার হাতে কৃষিপণ্য পরিবহণ যন্ত্র তুলে দেয়া হয়েছে। ২১ জুন ২০২৫ রোববার ৪ টি পাওয়ার টিলার উইথ ট্রলি এবং ২ টি ট্রাকটর উইথ ট্রলি কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসানন ইমাম। এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শাহজাহান আলীসহ কৃষিপণ্য পরিবহণ যন্ত্র বিপননকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সারাদেশের মধ্যে বিরল উপজেলা দিনাজপুরে সর্বোচ্চ ১৫ (পনের) টি ম্যাচিং গ্রান্টের আওতায় কৃষিপণ্য পরিবহণ যন্ত্র অনুমোদন পেয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।