রাণীনগরে পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:২৩ পিএম
রাণীনগরে পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট ১৫০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শনিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শনিবার সন্ধা থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কুনুজ গ্রামের নোয়াই ফকিরের ছেলে শফিকুল ফকির (৪৩) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া একই রাতে উপজেলার হরিপুর গ্রামের নিরেন্দ্রনাথের ছেলে নবীন চন্দ্র (৩০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুরেদ্ধ রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে