চট্টগ্রামে ৬ বিএনপি নেতাকে শোকজ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:৩৮ পিএম
চট্টগ্রামে ৬ বিএনপি নেতাকে শোকজ

দক্ষিণ চট্টগ্রামে বিএনপি'র দলীয় বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। বিরোধ যেন থামছেই না।  দলের মধ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে ব্যাঙ করে ব্যানার-ফেস্টুন ছাপানোসহ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ৬ নেতাকে শোকজ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। শনিবার বিকালে  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

জেলা বিএনপি থেকে শোকজ প্রাপ্তরা হলেন-পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন। এরা সবাই দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, গত ১০, ১১ ও ১২ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও আহ্বায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং ব্যাঙ্গাত্মক ব্যানার ফেস্টুন প্রদর্শন ও সংগঠনবিরোধী ঔদ্ধত্য আচরণ, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল সহ বিভিন্ন গণমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। যার ভিডিও ও ছবিসহ সকল সুনির্দিষ্ট তথ্যপ্রমাণাদি জেলা বিএনপির কাছে সংরক্ষিত আছে। 

রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভুত ও দলীয় শৃঙ্খলা বিরোধী এ ধরণের উস্কানিমূলক, কুরুচিপূর্ণ স্লোগান ও নোংরা ভাষায় অশালীন বক্তব্যের কারণে দলীয় ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এজন্য  দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অপরাধে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী সম্মুখে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পটিয়া বিএনপিতে একাধিক দলীয় কোন্দল চলে আসছে। গত এক সপ্তাহ ধরে এসব কোন্দল প্রকাশ্যে রূপ নেয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া গ্রুপ ও এনামুল হক এনাম গ্রুপের মধ্যে। এর আগে তাদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, জেলা বিএনপির সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, শ্লোগান, ফেস্টুন ও ঔদ্ধত্য আচরণ করার কারণে ৬ জনকে শোকজ করা হয়েছে। ৫ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।