দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিন ব্যাপি আম,কৃষি প্রযুক্তি ও ফল মেলা/২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ঘোড়াঘাট কৃষি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। শুরুতেই একটি র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফল কেটে প্রধান অতিথি এই মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে প্রধান অতিথি কৃষকদের মধ্যে বিনামুল্যে আম গাছের চারা বিতরন করেন। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।