মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের নতুন পর্বে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১০ সদস্য ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার (২২ জুন) ইরানের মধ্যাঞ্চলের ইয়াজদ প্রদেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। খবর আল জাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল আইআরজিসির ঘাঁটি ও সদস্যরা। নিহতদের পাশাপাশি আরও অজ্ঞাতসংখ্যক আইআরজিসি সদস্য আহত হয়েছেন বলে জানানো হলেও, তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, দেশটির গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে—শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ইরানের প্রায় দুই ডজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনস্থ একটি শক্তিশালী বাহিনী, যা দেশের সামরিক, গোয়েন্দা ও পরমাণু কার্যক্রমে সরাসরি জড়িত। এই বাহিনীর ওপর এমন একটি হামলা ইরান–ইসরায়েল বিরোধকে আরও জটিল ও সহিংস করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, চলতি মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায়। ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।