ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ইনজেকশান,হিরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আসামীদের মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানাযায়, ২৩ জুন রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাস্টারবাড়ীর তেপান্তরে সামনে যৌথবাহিনী চেকপোষ্ট বসিয়ে ময়মনসিংহ গামী রাজীব পরিবহনের এক বাস তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী ১৪ মামলার আসামী নেত্রকোনা জেলার সদর কাতলী এলাকার আ ঃ হাকিমের ছেলে ওমর ফারুকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৯১১ পিচ নেশা জাতীয় ইনজেকশান জব্দ করা হয়েছে। অপর দিকে একই রাতে পুলিশের দুইটি টিম পৃথক অভিযানে উপজেলার বাকসাঁতরা এলাকার হিরোইন ব্যবসায়ী ৬ মামলার আসামী সিরু মিয়ার ছেলে আতিকুর রহমানের নিকট থেকে ৫ গ্রমা হিরোইন ও মাহমুদ গ্রামের মোজ্জামেলের ছেলে মনিরুজ্জামানের নিকট থেকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
ভালুকা মডেল থানার পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলামা জানান,বিশেষ অভিযান চলছে। যৌথবাহিনী মাঠে রয়েছে। তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে মাদক উদ্ধার করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যহত রয়েছে।