নারিকেল চারা না পেয়ে কৃষি কর্মকর্তার ওপর হামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৪:০১ পিএম
নারিকেল চারা না পেয়ে কৃষি কর্মকর্তার ওপর হামলা

সরকারি প্রণোদনার নারিকেল চারা না পেয়ে এক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর এলাকার টেকের বাজারে।

সোমবার দুপুরে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, হামলায় আহত উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকরুল ইসলাম তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলাটি এজাহারভূক্ত করা হয়েছে। ওসি আরও বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

হামলায় আহত উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিস থেকে গত ২২ জুন কৃষি প্রনোদনার নারিকেল চারা বিতরণ নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন দেওয়ান তার ওপর ক্ষিপ্ত হয়। এ ঘটনার জেরধরে ওইদিন দিবাগত রাত নয়টার দিকে টেকের বাজারে বসে বিএনপি নেতা গিয়াস উদ্দিন তার অনুসারিদের কেন নারিকেল চারা দেওয়া হয়নি এ অভিযোগ তুলে অর্তকিতভাবে হামলা চালায়।

ফকরুল ইসলামের দায়ের করা মামলার এজাহারে জানা গেছে, গিয়াস উদ্দিন দেওয়ান তাকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় তার সহযোগি রিয়াজুল ইসলাম জিসান, আজমাইন চৌধুরীসহ আরো ৩/৪ জনে ফকরুল ইসলামকে এলোপাথারী মারধর করে গুরুত্বর আহত করে। একপর্যায়ে তার (ফকরুল) চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে (ফকরুল) উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন দেওয়ান বলেন, কেবা কারা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকরুল ইসলামের ওপর হামলা চালিয়েছে তা আমার জানা নেই।