চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৫:৫৩ পিএম
চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে মোঃ হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড় বিশাকোল গ্রামের আঃ জব্বারের ছেলে। সে নানার বাড়ি চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে বেড়াতে এসেছিল। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নানা ওয়াজ উদ্দিন প্রামানিকের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে,শিশু হাসান নানার বাড়ির ঘরের ছাদে খেলা করার সময় বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে ছাদ থেকে নামিয়ে আনেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে