আগৈলঝাড়ায় স্কাউটদের নিয়ে কাব কার্নিভাল

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৬:২১ পিএম
আগৈলঝাড়ায় স্কাউটদের নিয়ে কাব কার্নিভাল

বরিশালের আগৈলঝাড়ায় স্কাউটদের নিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর মাঠে এই কাব কার্নিবালের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউটের সহ-সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ফারহানা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আ.মান্নান, থানা স্কাউটের নেতা শিক্ষক মো.শাহে আলম, সুশান্ত মজুমদারসহ প্রমুখ। পরে উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটদের নিয়ে খেলাধুলা, গান, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে