আগৈলঝাড়ায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গঠিত

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৬:২২ পিএম
আগৈলঝাড়ায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ২৩ জুন সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে  এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরদার, সৈয়দ শাহ আলম, আ. আজিজ মোল্লা, মো. ছোলায়মান তালুকদার, ডা. এনতাজ মিয়া প্রমুখ। এসময় সকলের সম্মতিক্রমে মুক্তিযোদ্ধাদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গঠিত হয়। ওই কমান্ডের কমান্ডার হলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহ আলম, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. ছোলায়মান তালুকদার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোবারক ফকির, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মৃধা, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন সরদার এবং মুক্তিযোদ্ধা মো. আলমগীর সরদার, মুক্তিযোদ্ধা মো. মজিবুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরদারকে সদস্য মনোনীত করা হয়েছে।