সাকিব আল-হাসান সভাপতি ও পূজা রানী রায় সম্পাদক

কাহারোলে উপজেলা পর্যায়ে শিশু ফোরাম নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৫ এএম
কাহারোলে উপজেলা পর্যায়ে শিশু ফোরাম নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরের, কাহারোল উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা  পরিষদ হল রুমে বাৎসরিক শিশু ফোরাম সমাবেশ ও উপজেলা পর্যায়ে শিশু ফোরাম নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ১১০জন ভোটার ভোট প্রয়োগ করেন। সাকিবআল হাসান সভাপতি এবং পুজা রানী রায় সম্পাদক নির্বাচিত হন। বাবলী আক্তার সহ সভাপতি,হিমাদ্রী রায় সহ সম্পদক, নিশান রায় কোষাধ্যক্ষ, প্রসেনজিৎ রায় সাংগঠনিক সম্পদক, পপি রায় ক্রিয়া ও সাংকৃতিক সম্পদক, মুনিমালা রায়, সিএইচডি সম্পাদক ও ফারজানা আক্তার, শিশু কল্যান সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন, কাহারোল উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস সম্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার মার্টিন সিংহ ও স্পন্সরশীপ ও সিষ্টেম অপিফসার কচি প্রস্ততি হালদার।

আপনার জেলার সংবাদ পড়তে