সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সোমবার (২৩ জুন) মর্টার হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মেহের নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
হামলার পর ওই সামরিক ঘাঁটির প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র মতে, নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন হামলার সম্ভাবনা রোধ করা যায়। সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত এমন ধরনের হামলার ঘটনা থাকলেও, এই হামলার বিশদ কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে ওই অঞ্চলে মার্কিন স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত ১২৮টি সামরিক ঘাঁটি পরিচালনা করে থাকে, যেখানে হাজার হাজার সৈন্য নিয়োজিত আছেন। সিরিয়া ও ইরাকের মতো অঞ্চলে বিশেষ করে এসব ঘাঁটিতে হামলার ঘটনা সময়ে সময়ে ঘটে আসছে। ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত থাকার খবর সময়ে সময়ে মিডিয়াতে উঠে আসে।