আশাশুনিতে কাব কার্ণিভাল উদযাপন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৭:৫৯ পিএম
আশাশুনিতে কাব কার্ণিভাল উদযাপন

আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে কাব কার্ণিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ৮ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ স্কাউটস এর অর্থায়নে আশাশুনি উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় সকাল ১০ টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সারা বাংলাদেশের সকল উপজেলায় একযোগে অনুষ্ঠান উদযাপন করা হয়। উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে ১৮০ জন কাব শিশু, ১ জন করে ৩০ জন শিক্ষক ও ২০ জন স্টাফ কর্মকর্তা সর্বমোট ২৩০ জনের অংশ গ্রহনে মহাতাবু জলসার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। মহাতাবু জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সেক্রেটারী আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা রাখেন, উপজেলা স্কাউটস এর কমিশনার ও সরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

আপনার জেলার সংবাদ পড়তে