যুদ্ধবিরতি ঘোষণার পর

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৪ জুন, ২০২৫, ১২:১০ পিএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ১১:৫১ এএম
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএ’র এক মুখপাত্র।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর সরাসরি আঘাত হানে, যার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আপনার জেলার সংবাদ পড়তে