ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীর মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ১২:১৮ পিএম
ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীর মৃত্যু

ফের ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। তেহরানে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ১০ জনের বেশি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অনেকে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।