দিঘলিয়ায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০১:৪৮ পিএম
দিঘলিয়ায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কাব কার্নিভাল ২০২৫। গতকাল সোমবার(২৩ জুন) বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্নিভালের আয়োজন করা হয়। 

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

কাব কারনিভালে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কমিশনার আবু হান্নান এলটি, সহকারী পরিচালক দয়াময় হালদার এবং বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা শাখার সম্পাদক শফিকুল ইসলাম এ এল টি পরিদর্শন টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন,  উপজেলা শিক্ষা অফিসার টি,এম, শাহ্ আলম, বাংলাদেশ স্কাউটস খুলনা আঞ্চলিক উপ-কমিশনার (উজঈ) হুমায়ুন কবির মোল্লা, বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলা কমিশনার মোঃ ইসরাইল হোসেন, বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলা সম্পাদক আশরাফ উদ্দিন, বাংলাদেশ স্কাউট দিঘলিয়া উপজেলার সহ-সভাপতি আল মামুন, সহ-সভাপতি জাকির হোসেন ফরাজী, উপজেলা কাব স্কাউট লিডার মোঃ নাজমুল আলম, বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধীর কুন্ডু, উপজেলা স্কাউটস লিডার ভবতোষ বর্মন, সহ আরো অনেকে। 

কাব কার্নিভালে অংশগ্রহণ করে উপজেলার ৩০টি বিদ্যালয়ের দুই শতাধিক কাব সদস্য। দিনব্যাপী আয়োজনে কাব সদস্যরা বধুর কপালে টিপ, টার্গেট হিট, মৎস্য শিকার, রিং খেলা, বালতিতে বল নিক্ষেপ এবং আইন নৃত্য খেলা গুলিতে শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিলো  অন্যতম আকর্ষণ। কাব স্কাউটদের শৃঙ্খলা, সৃজনশীলতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই কার্নিভালকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

স্কাউটস কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মসূচি শিশু-কিশোরদের নৈতিকতা, নেতৃত্ব ও সমাজসেবার প্রতি আগ্রহ সৃষ্টি করে। কাব কার্নিভাল ২০২৫ দিঘলিয়ার শিক্ষা ও সমাজ উন্নয়নে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে