টাঙ্গাইলের দেলদুয়ারে নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা দাবি নামা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যসহকারীগণ সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম সহ আরো অনেকেই।