নাসিরনগরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৩:৩১ পিএম
নাসিরনগরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বেতন বৈষম্য দূরীকরণ,নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মবিরতি পালন করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার  (২৪ জুন ) সকাল ৮ থেকে ১০ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এ কর্মবিরতি পালন করেন ।

কর্মসূচিতে অংশ নেয়, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আলী আকরাম খন্দকার , সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজল ভূইঁয়া, সাবেক সভাপতি শরীফুর রহমান, আলমাউস উদ্দিন, জুলহাস শাহ্, জাহিদ উদ্দিন ভূইঁয়া, জহির উদ্দিন, সৈয়দ মুখলেছ, সুরঞ্জন দেবনাথ, হালিমা বেগম,মর্জিনা আক্তারসহ উপজেলা সকল স্বাস্থ্য সহকারীরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত সকল সেবা প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করলেও দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে কর্মবিরতি পালনের সময়  অভিযোগ করেন তারা।

তাই স্বাস্থ্য সহকারীদের বাস্তবসম্মত দাবি মেনে নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে ৬ দফা দাবি জানান তারা। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো-

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে।

৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে।

৫. বেতন স্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যতসংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করার দাবি জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে