পরিবেশ রক্ষায়

টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বৃক্ষরোপণ

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৩:৩৪ পিএম
টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বৃক্ষরোপণ

দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সাবেক  সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদৎ আল হারুন , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম বাদল, অত্র ইউনিয়নের ইউপি সদস্য শাহাদাত আল রাজি, মোঃ সোহাগ হোসেন, সিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম মাহমুদ। এছাড়াও বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে