রাজশাহী বাঘায় অপরাধ দমন কার্যক্রম পরিচালনায় জেলায় বিশেষ সম্মাননা পেয়েছেন ওসি আছাদুজ্জামান। মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে স্বীকৃতি স্বরুপ এ বিশেষ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম পিপিএম আনুষ্ঠানিকভাবে ওসি’র হাতে এই সম্মাননা তুলে দেন। অপর দিকে ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তৃতীয় বারের মতো এএসআই আবদুল মালেক বিশেষ সম্মাননা পেয়েছেন। বাঘা থানার ওসি আছাদুজ্জামান তার সম্মাননা প্রাপ্তির বিষয়ে বলেন, এই স্বীকৃতি কেবল আমার একার না, পুরো বাঘা থানা পুলিশের কঠোর পরিশ্রমের ফল। প্রতিনিয়ত নাগরিকদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।