রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসনের অংশগ্রহণে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে বুধবার (২৫ জুন)। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন। কনফারেন্সটি ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। কলা অনুষদের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্স চলবে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত। কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, দু’দিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে চলবে একাডেমিক সেশন। সর্বমোট ৩৬টি সেশনে মোট ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে। তিনি বলেন, আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধসমূহ শিক্ষা-সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠন-পাঠন পদ্ধতি ও গবেষণার ক্ষেত্রে এক নব দিগন্তের উন্মোচন করবে বলে আমরা আশাবাদী। সংবাদ সম্মেলনে আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন , অধ্যাপক ড. মো. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।