চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হলরুমে ২৪-২৫ অর্থ বছরের এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্ডফরমেশন প্রকল্পের আওতায় এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত উপ-পরিচালক রঘুনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ডিপ্লোম্যাসি চাকমা, প্রাণীসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, ওসি নুরুজ্জামান, সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী,কৃষি কর্মকর্তা আজাদ হোসেন , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও রুপায়ন চৌধুরী প্রমুখ।