কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা দূর্গন্ধ পানি খাচ্ছে

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৫:৫৬ পিএম
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা দূর্গন্ধ পানি খাচ্ছে

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের পাইপ ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এসব নলকূপে। এছাড়া পাইপ স্থাপনের সময় ক্যামিকেলের পরিবর্তে গোবর ব্যবহার করা হয়েছে। যে কারনে নলকূপ গুলো বুঝিয়ে দেওয়ার ৩ মাস পর পানিতে দূর্গন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা এসব নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না।বিশেষ করে উপজেলার মান্দারবাড়িয়া, শামশেরনগর,কাষ্ঠভাঙ্গা, সোনালীডাঙ্গা, ডি.কে ও সড়াবারিয়া প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে চরম দূর্গন্ধ রয়েছে। এসব বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা চরম পানীয় সংকটে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

কালীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধীনে সুপেয় পানির জন্য ২০২৪ সালে গভীর নলকূপ স্থাপন করার কাজ শুরু করে। এ পর্যন্ত ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৬৫ প্রাথমিক বিদ্যালয়ে গভির নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। কিন্তু গভীর নলকূপ গুলো স্থাপনের পর থেকে এখনো পর্যন্ত ওই সব নলকূপের পানি গন্ধযুক্ত। ফলে বিপাকে পড়েছে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।

উপজেলা কাষ্টভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আবরার জানায়, স্কুলের কলের পানিতে গন্ধ। আমরা পান করতে পারিনা। বোতলে করে বাড়ি থেকে পানি আনি। অনেকে আবার স্কুলের পাশের বাড়ির কল থেকে পানি এনে খায়। অভিযোগ উঠা বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকগন বলেন, দীর্ঘ সময় শিক্ষার্থীসহ শিক্ষকদের স্কুলে অবস্থান করা লাগে। এ সময় বিশুদ্ধ পানির জন্যই গভীর নলকূপগু লো স্থাপন করা হলেও তা কোন কাজে আসছে না। নলকূপ গুলো স্থাপনের সময় অধিক মাত্রায় কাচা গোবর ব্যবহার করা হয়েছিল। যে কারণে এমন হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, তবে এখনো কোন ব্যবস্থা নেয়নি।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান জানান, বিদ্যালয়ে স্থাপনকৃত গভীর নলকূপের পানি গন্ধযুক্ত হওয়ায় তা শিক্ষক এবং শিক্ষার্থীদের পানের জন্য উপযুক্ত নয়।পাশাপাশি এরূপ পানি পানে স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। ব্যাপারটি জনস্বাস্থ্য বিভাগকে জানালেও উনারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন করেননি। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল ইসলাম বলেন, গন্ধযুক্ত পানিতে জীবাণু বহন করে। এমন পানি পান করা উচিত নয়। তাছাড়া দীর্ঘ সময় পানি পান না করলে কিডনি জনিত সমস্যা দেখা দিতে পারে । বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটি আরো জটিল হতে পারে। 

কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা স্কুলের নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান,স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ থাকায় ব্যবহার না করার ফলে এমনটি হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো বলে যোগ করেন তিনি। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা নেই। তবে বিদ্যালয়ের তালিকাটি আমাকে দেন। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আপনার জেলার সংবাদ পড়তে