সিংড়ায় লিগ্যাল এইড কমিটির সভা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৭:২০ পিএম
সিংড়ায় লিগ্যাল এইড কমিটির সভা

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় লিগ্যাল এইড কমিটির আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও জেলা লিগ্যাল এইড অফিস। সভায় জনগণের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা ও সচেতনতা বৃদ্ধি উপর গুরুত্ব আরোপ করা হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাসুদুজ্জামান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সারওয়ার জাহান, সিংড়ার সহকারী জজ সাদিয়া আনজুম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল সনজয় কুমার সরকার, পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে