‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’র রিমেকে থাকছেন এমা স্টোন

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৭:২৬ পিএম
‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’র রিমেকে থাকছেন এমা স্টোন

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। বরাবরই গল্পনির্ভর সিনেমায় কাজ করতে পছন্দ করেন তিনি। যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য কঠোর পরিশ্রমের অভ্যাসও রয়েছে তার। তাই তাকে নিয়ে কাজ করতে বরাবরই আগ্রহ নির্মাতাদের। সেই জায়গা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোস আবারও তাকে নিয়ে নির্মাণ করছেন নতুন সিনেমা। নাম ‘বাগোনিয়া’। নতুন এ সিনেমাটি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার কাল্ট ক্ল্যাসিক ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’র রিমেক। মূল গল্পের মতো এতে দেখা যাবে দুই ষড়যন্ত্র-আক্রান্ত ব্যক্তি এক করপোরেট সিইওকে অপহরণ করে, তাদের বিশ্বাস-এ ক্ষমতাধর নারী আসলে একজন ভিনগ্রহবাসী, যার উদ্দেশ্য পৃথিবী ধ্বংস করে দেওয়া। মুভিটির চিত্রনাট্য লিখছেন উইল ট্রেসি, যিনি এর আগে জনপ্রিয় সিরিজ সাকসেশন এবং হিট সিনেমা দ্য মেন্যুর স্ক্রিপ্টেও কাজ করেছেন। এমা ছাড়াও ‘বাগোনিয়া’তে আরও অভিনয় করছেন জেসি প্লেমন্স, অ্যালিসিয়া সিলভারস্টোনসহ আরও অনেকে। এ সিনেমার কোরিয়ান সংস্করণটির নির্মাতা ছিলেন জ্যাং জুন-হোয়ান। এর আগেও এমা ও ইয়োর্গস জুটি বেঁধে বেশ কয়েকটি দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। যার মধ্যে ‘পুওর থিংস’ সিনেমার জন্য দুজনই ২০২৪ সালে পেয়েছিলেন অস্কার।