চাউলের বাজার স্থিতিশীল রাখতে নোয়াখালীর সেনবাগে বাজার মনিটরিং এর অংশ হিসাবে সরবরাহ ও বিপণনে মজুদ বিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা খাদ্য নিয়য়ন্ত্রক কার্যলয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এই মজুত বিরোধী অভিযান অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা খাদ্য নিয়য়ন্ত্রক আহমদ হোসনে মজুমদার, উপজেলা খাদ্য পরিদর্শক (ওসি এল এসডি) মোঃ মাসুদ আলম উপস্থিত ছিলেন। অভিযানে ৮টি পাইকারি চালের আড়তে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা না করা, সঠিক ভাবে চালান রেজিস্ট্রার সংরক্ষণ করা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মানহীন চাউল মজুদ না রাখার, চটের বস্তা দিয়ে চাউল বাজার জাত করার গুরুত্ব প্রদান ।