চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়াসহ ছয় দাবিতে সেনবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারীরা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুননির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া। এ সময় বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সেক্রেটারী মোঃ আবু আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপ জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েসনে সভাপতি মোঃ ফারুক সহ সংগঠনের আন্দোলন তন কর্মীরা।