সিলেটে হেফাজতে ইসলামের দ্বিধাবিভক্ত: দুই গ্রুপের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৮:২৬ পিএম
সিলেটে হেফাজতে ইসলামের দ্বিধাবিভক্ত: দুই গ্রুপের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

সিলেটে হেফাজতে ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মাত্র একদিনের ব্যবধানে সংগঠনটির দুইটি পৃথক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি পক্ষের কমিটি ঘোষণা করা হলেও, পরদিন অপর পক্ষ পাল্টা কমিটি ঘোষণা করে।

সোমবার (২৩ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর শামীমাবাদ এলাকার একটি মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলেও শেষ পর্যন্ত উভয় পক্ষকে নিয়ে তৃতীয় একটি স্থানে বৈঠক করা হয়। বৈঠক শেষে হেফাজতে ইসলাম সিলেট মহানগর ও জেলা কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সিলেট মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পান সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমেদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসজাদ আহমেদকে।

অন্যদিকে, জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হন খেলাফত মজলিস নেতা মাওলানা রেজাউল করিম জালালী এবং সাধারণ সম্পাদক হন জমিয়ত নেতা ও আযাদ দ্বীনী এদারার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইউসুফ আহমেদ খাদিমানি।

তবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় নগরীর আম্বরখানার একটি অভিজাত হোটেলের হলরুমে হেফাজতে ইসলামের আরেকটি মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে প্রিন্সিপাল শায়েখ মাওলানা নাসির উদ্দিন সভাপতি, মুফতি ফয়জুল হক জালালাবাদী সাধারণ সম্পাদক এবং মাওলানা তোফয়েল আহমদ উসমানীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

মাত্র একদিনের ব্যবধানে দুটি পৃথক কমিটি ঘোষণার ঘটনায় সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কেউ আনুষ্ঠানিক মন্তব্য না করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ দ্বন্দ্ব সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে