গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নাম ভাঙ্গিয়ে আবারো প্রতারণার অভিযোগ। একটি চক্র বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন জনের কাছে ইউএনওর পরিচয়ে এই প্রতারণা করছে। এই নিয়ে দ্বিতীয়বার বর্তমান ইউএনও'র পরিচয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হয়।
২৪ জুন মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা 'উপজেলা প্রশাসন কাপাসিয়া গাজীপুর' ফেসবুক পেজ থেকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন,
সুপ্রিয় কাপাসিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
সবাইকে সতর্ক করা যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কয়েকটি মোবাইল নাম্বার হতে উপজেলা নির্বাহী অফিসারের নাম করে টাকা চাওয়া হচ্ছে। এ ধরনের কল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের কল পেয়ে কোন লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এধরনের লেনদেন করলে উপজেলা প্রশাসন কোনভাবেই দায়ী নয়।
কাপাসিয়া উপজেলা প্রশাসন সর্বদা কাপাসিয়ার সর্বস্তরের জনগণের সেবায় নিয়োজিত। কাপাসিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং কারেকশন সহ যাবতীয় কর্মকাণ্ড চলমান থাকবে ইনশাআল্লাহ।
ভুয়া কলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলমান আছে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এই টাকা চাওয়ার বিষয়ে ইউএনও মহোদয় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।