আবারও রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান ড. আলী রীয়াজের

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ১২:০১ পিএম
আবারও রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান ড. আলী রীয়াজের

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠকের আগে বললেন, “যেভাবে দলগুলো আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেভাবেই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়াতেও সবাই একযোগে কাজ করতে পারবে-এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক ছাড় দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ৩২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

এদিনের বৈঠকে ৫টি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে।

সেগুলো হলো-রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব।

এর আগেও এ পাঁচটি বিষয়ে প্রথমিক আলোচনায় ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো।

আপনার জেলার সংবাদ পড়তে