মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের তহবিল তসরুপের অভিযোগ রয়েছে যাঁর বিরুদ্ধে, তিনিই অতিথি আসনে বসে ছিলেন দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও প্রতিক্রিয়া। গত ২২ জুন (রবিবার) বেলা ১২টার দিকে মহেশখালী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার-এর উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহেশখালীর বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্।
বিশেষ অতিথি ছিলেন দুদক কক্সবাজার অফিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাছুম এবং সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী।
তবে অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হয়, যখন অতিথি আসনে উপস্থিত থাকতে দেখা যায় আদিনাথ মন্দিরের হিসাবরক্ষক বাবু লক্ষ্মণ চরণ দে-কে-যাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মন্দিরের অনুদান আত্মসাৎ, ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
জানা গেছে, তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন, কক্সবাজার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মহেশখালীর হিন্দু সম্প্রদায়ের একাংশ।
একজন অভিযুক্ত ব্যক্তিকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে বসানোয় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সচেতন সমাজ। নানা শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন-এই বার্তা কি সমাজ ও শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তিকর নয়? সবার একটাই প্রশ্ন- যার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ, তাঁকে অতিথি করে কী বার্তা দিতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন?