কালীগঞ্জে গাঁজা গাছ সহ আটক ১

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০২:৫১ পিএম
কালীগঞ্জে গাঁজা গাছ সহ আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির দুইটি গাঁজাগাছ সহ এক গাঁজা চাষিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে শহরের আড়পাড়া গ্রামের (নদিপাড়া) হাবিবুর রহমান হবির ছেলে আলমগীর হোসেনের (৪৫) বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন তার বাড়িতে গোপনে দুইটি গাঁজার গাছ রোপণ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসআই তকিবুরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ ফুট লম্বা দুইটি গাঁজা গাছসহ তাকে আটক করে। উদ্ধার হওয়া দুইটি গাঁজা গাছের ওজন ৭ কেজি। সে দীর্ঘদিন এলাকায় গাজার ব্যবসা করতো।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের আড়পাড়া (নদিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনের বাড়িতে ১৩ ফুট লম্বা দুইটি গাঁজা গাছ উদ্ধার এবং তাকে আটক করা হয়। গাছ দুটি সে নিজেই তার বাড়িতে রোপন করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে