ময়মনসিংহের মুক্তাগাছায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির মুক্তাগাছা উপজেলা প্রধান সমন্বয়ক ডা. মাকামে মাহমুদ, যুগ্ম সমন্বয়ক নূর মোহাম্মদ, মো. ইসরাফিল হোসেন বাবুল, মো. আসাদুজ্জামান মানিক, এ এফ এম জামিল আহমেদ তুহিন এবং উপজেলা সমন্বয় কমিটির সদস্য মাহমুদুল হক শাহ পরাণ সরকার, মো. রাজীব খান ও মো. হাফিজুর রহমান পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে আমাদের কেউ পিছু হটাতে পারবে না। যত প্রতিবন্ধকতাই আসুক, এনসিপি তার ন্যায্য আন্দোলন চালিয়ে যাবে।”
রাজনৈতিক অঙ্গনে এ হামলার ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক মহল দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।