মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে 'হাইজিন কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এবংransforming Lives Through Nutrition প্রকল্প ও (আইডিই) International Development Enterprises,Bangladesh এর সহযোগিতায় বুধবার (২৫ জুন) সকাল দশটায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচ তলায় এ হাইজিন কর্ণার স্থাপন ও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়েদা আখতার, বরিশাল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মেয়েদের বয়ঃসন্ধিকাল সময়ে যে সমস্যায় পড়তে হয় তা স্বাভাবিক করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিয়মিত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।