কালিয়াকৈরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৪:১৬ পিএম
কালিয়াকৈরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
কালিয়াকৈর বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়াকৈরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা উপ-পরিচালক (প্রশিক্ষণ) মোঃ নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, মোঃ সোরহাব হোসেন, মোঃ সাহাজ উদ্দিন ও মোঃ বিপুল মিয়া প্রমুখ। বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে