কাহারোলে সাংবাদিকের সাথে বিএনপির নেতার সভা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৪:২১ পিএম
কাহারোলে সাংবাদিকের সাথে বিএনপির নেতার সভা

দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বুধবার দুপুর ১২টায় কাহারোল উপজেলা রির্পোটার্স ইউনিটি হলরুমে রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলামের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মেহেদী হাসান সুমন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। উপজেলা বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক বিষয়াদি ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং আগামীর করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। বক্তারা ব্এিনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চলমান আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেহেদী হাসান সুমন।

আপনার জেলার সংবাদ পড়তে