বরিশালের সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকা বুধবার সকালে সহকারি জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল কোস্টগার্ড স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত মধ্যরাত একটার দিকে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে মহিপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের দুই হাজার চারশ’ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে।