বাগেরহাটের চিতলমারী উপজেলার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের ইউ'পি সচিব। উপজেলা প্রশসনের আয়োজনে, অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।