সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ কে মানিকগঞ্জ সদর ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সকাল ১১ টার দিকে ধানকোড়া ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বিষয়টি মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মেহাম্মদ মোশারফ হোসেন নিশ্চিত করে বলেন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ কে আটক করে আইনি প্রক্রিয়া শেষে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুর রউফ ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাছাড়া তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে বুধবার সকালে মানিকগঞ্জ ডিবি পুলিশ গ্রেফতার করে দুপুরে আমাদের নিকট হস্তান্তর করেন। মানিকগঞ্জ বাসষ্টান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় যার মামলা নং-৫ এর অজ্ঞাত আসামী দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।