কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদেরকে নিয়ে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) আর আওতায় গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে উপজেলা নিবাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্ব পাটনার ফিন্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম খামার বাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের সভাপতি নুর আলাম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ নূর আলম প্রমুখ।