দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালিত হয়েছে। বুধবার(২৫ জুন) দুপুর ১২ টায় উপজেলা চত্বর থেকে র ্যালী অনুষ্ঠিত হয়। র ্যালীটি উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। অতঃপর দিঘলিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলানমহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, সাংবাদিক আবিদ আজাদ প্রমুখ। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, সমাজের মানুষকে ভালো ও সুস্থ্য থাকতে হলে পরিবেশকে সুরক্ষা দিতে হবে। পরিবেশ বিনষ্ট হয় এমন কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। পরিবেশ সুরক্ষা ব্যাহত হয় বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এমন জিনিস পরিহার করতে হবে। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদের ভেতরে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সহযোগিতায় একটা কাঠ বাদাম গাছের চারা রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, প্রাথমিক শিক্ষক নেতা ও পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা শেখ আল মামুন, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।