কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৬:০৪ পিএম
কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ
গাজীপুরের কাপাসিয়ায় "ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে ধুমপান বিরোধী প্রশিক্ষণে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও কার্যক্রম, সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। প্রশিক্ষণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোঃ ইজদাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নূর আলম সিদ্দিকী প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, তামাক ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, তামাক সেবনের ফলে মুখের স্বাস্থ্যও খারাপ হতে পারে। ধূমপানের কারণে ফুসফুস, মুখ গহ্বর, স্বরযন্ত্রে বা গলার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। পরোক্ষ ধূমপানের শিকার হলে হৃদরোগ, স্ট্রোক, অ্যাজমা এবং শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তামাক সেবনের ফলে ফুসফুস, মুখ, গলা, খাদ্যনালী, মূত্রাশয়, অগ্ন্যাশয়, কিডনি, জরায়ু এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ধূমপানের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। তামাক সেবনের ফলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টের রোগ হতে পারে। ধূমপানের কারণে ইরেক্টাইল ডিসফাংশন, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থায় জটিলতা এবং দাঁতের সমস্যা হতে পারে। পরোক্ষ ধূমপানের কারণেও হৃদরোগ, স্ট্রোক, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং শিশুদের মধ্যে শ্বাসকষ্টের সংক্রমণ হতে পারে। তামাক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি বর্জন করা উচিত।
আপনার জেলার সংবাদ পড়তে