"প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময় " এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫জুন)সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শাহাদাৎ হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী শেখ, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামানসহ ৭টি ইউনিয়নে ইউ'পি সচিব। র্যালি শেষে ইউএনও তাপস পালসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।